বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

নির্বাচন ঘিরে সংকট নিরসনে আলোচনায় সংলাপ

| প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০২৩ | ৮:১২ পূর্বাহ্ন


ঢাকা : আগামী নির্বাচন সামনে রেখে উদ্ভূত সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপাতদৃষ্টে সংলাপের কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে কোনো মধ্যস্থতাকারীর ভূমিকাও দৃশ্যমান নয়। তার পরও সংলাপের প্রয়োজনীয়তার বিষয়টি পর্যবেক্ষক মহলের পাশাপাশি রাজনৈতিক দল ও সুধী সমাজের সাম্প্রতিক আলোচনায় উঠে এসেছে। এমনকি সফররত মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলও সংলাপের সম্ভাবনার বিষয়টি রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চেয়েছে।

গত ৯ অক্টোবর সোমবার পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সমঝোতার কোনো সুযোগ আছে কি না জানতে চেয়েছেন। পাশাপাশি বিদ্যমান ব্যবস্থার বাইরে নির্বাচনকালীন সরকার হতে পারে কি না, এমন বিষয়েও তারা ওই তিন দলের নেতাদের কাছে জানতে চান।

একই দিনে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত রাজনৈতিক দলগুলোর বক্তব্যে সংলাপের বিষয়টি আলোচনায় উঠে আসে। আওয়ামী লীগ ও বিএনপিসহ উদারপন্থি বলে পরিচিত মোট আটটি দলের নেতা ওই সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ গত ১০ অক্টোবর মঙ্গলবার জাতীয় নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ দেন দেশের গণমাধ্যম ব্যক্তিত্বরা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তারা বলেন, নির্বাচন নিয়ে দুই পক্ষের অবস্থান বিপরীতমুখী হলেও সমস্যা সমাধানে দুই পক্ষকেই আলোচনায় বসতে হবে।

এ বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংলাপ কীভাবে হবে? তারা সবকিছুর আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ চান। শর্ত দিয়ে সংলাপ হয় না। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপি সংলাপে রাজি আছে। বিএনপি সংলাপের বিরোধী কখনো নয়। তবে সেই সংলাপ অবশ্যই অর্থবহ হতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রীকে অবশ্যই আগে পদত্যাগ করতে হবে এবং সংসদ ভেঙে দিতে হবে। এরপর তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে সংলাপ হবে, আলোচনা হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গত আগস্ট মাসেই সংলাপের জন্য দুই দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সব দলের সঙ্গে সংলাপে বসা সরকারের জন্য খুবই জরুরি। এক প্রশ্নের জবাবে সংসদের এই উপনেতা বলেন, ‘জাতীয় পার্টির ভাবনায় একটি ফর্মুলা আছে। সব দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হলে আমরা তা আলোচনার টেবিলে উপস্থাপন করব।’