
ঢাকা : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বেচ্ছাসেবক লীগের কোনো ইউনিটের সম্মেলন, কমিটি গঠন ও কমিটি বিলুপ্ত না করার জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
শনিবার (২১ অক্টোবর) রাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির মতে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করেছে। আপনারাও নিজ নিজ ইউনিটকে শক্তিশালী ও বেগবান করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ২০ অক্টোবর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালু রহমান বাবু জাতীয় নির্বাচনের আগে কোনো ইউনিটের সম্মেলন/কমিটি গঠন/কমিটি বিলুপ্ত না করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি ইউনিয়ন/পৌরসভার অন্তর্গত ওয়ার্ড থেকে ১০০ (একশত) সদস্যের একটি নামের তালিকা উপজেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে দপ্তরে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।