সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

টাইগারদের ব্যর্থতার দিনে রিয়াদের শতক

| প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০২৩ | ১১:০৪ অপরাহ্ন


খেলাধুলা ডেস্ক : মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিজেদের পঞ্চম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের বক্তব্য ভক্তদের আশা দেখালেও আজ মাঠে দেখা গিয়েছে ভিন্ন চিত্র। কুইন্টন ডি ককের বিধ্বংসী ১৭৪ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের পাহাড়সম লক্ষ্যে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ।

তবে ব্যাটিং ব্যর্থতার দিনে টাইগারদের হয়ে একাই লড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ান ম্যান আর্মি হয়ে ইনিংসের ৪৫তম ওভারে ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকান সাইলেন্ট কিলার খ্যাত এই টাইগার।

৮১ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের হয়ে একাই লড়াই চালিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। সপ্তম উইকেট জুটিতে নাসুম আহমেদকে সঙ্গী করে ৪১ রানের জুটি গড়েন রিয়াদ। তিন চারে ১৯ বলে ১৯ রান করে নাসুম আউট হলে ভাঙে এই জুটি। তবে ৮ম উইকেটে হাসান মাহমুদকে সঙ্গী করে ফের লড়াই চালান বাংলাদেশের এই ‘সাইলেন্ট কিলার’। ৬৭ বলে তুলে নেন চলতি আসরের প্রথম ফিফটি।

নবম উইকেট জুটিতে মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদউল্লাহ। রাবাদার বলে এক রান নিয়ে ১০৪ বলে ওয়ানডে বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। আগের দু’টি করেছিলেন ২০১৫ বিশ্বকাপে।