বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সহিংসতার জবাবে সহিংসতা, নীরবতা নয় : কাদের

| প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০২৩ | ৭:২৪ অপরাহ্ন


ঢাকা : আগামী ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগ সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে সমাবেশ করতে পুলিশের অনুমতি প্রসঙ্গে তিনি বলেছেন, বায়তুল মোকাররম দক্ষিণ গেট, অনলি ওয়ান ভেন্যু আই ম্যানশন। যেটা বলেছি সেটাই।

একই দিন নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ করার প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, কথা একটাই- দ্যা আনসার অব ভায়োলেন্স ইজ ভায়োলেন্স, নট সাইলেন্স। আর কিছু না। আমি নেগেটিভ কিছু বলতে চাই না।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি ও সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত সৈয়দ আবুল হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের স্থানের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমরা কিছু বলতে চাই না। সেটা পুলিশ জানে। অনুমতি দেওয়ার মালিক পুলিশ। যারা অনুমতি দেওয়ার মালিক, তারা বুঝবে আর বিএনপি বুঝবে। এখানে আমরা বলার কে? এটা তো আমাদের আওতায় পড়ে না। আওয়ামী লীগও সমাবেশের অনুমতি চেয়ে নিয়েছে।

সৈয়দ আবুল হোসেনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে এসেছি। বেশি কথা বলার দরকার নেই। আমি দুপুরে কথা বলেছি। কথা একটাই- দ্যা আনসার অব ভায়োলেন্স ইজ ভায়োলেন্স, নট সাইলেন্স। আর কিছু না। আমি নেগেটিভ কিছু বলতে চাই না। আমি যা বলেছি, ভালোটা বলেছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পদ্মা সেতু নির্মাণে সৈয়দ আবুল হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উন্নয়নের মধ্যে তিনি এলাকাকে নতুন সাজে সজ্জিত করেছেন। তিনি চলে গেলেও তার স্মৃতিচিহ্ন মুছে যাবে না। সৈয়দ আবুল হোসেন এভাবে হঠাৎ করে চলে যাবেন, আমরা ভাবিনি। আমাদের নেত্রীও তাকে খুব পছন্দ করতেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।