শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে ‘মেকানিক্যাল ডে’ উদ্যাপিত

| প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ৬:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) বিভাগের বর্ণাঢ্য আয়োজনে ‘মেকানিক্যাল ডে’ উদ্যাপিত হয়েছে। বিভাগটির ১২তম ব্যাচের বিদায় এবং ১৬তম ব্যাচের নবীন বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার যন্ত্রকৌশল ভবনের সামনে থেকে সকাল ১১টায় আনন্দ র‌্যালীর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ উপলক্ষে চুয়েট কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। যন্ত্রকৌশলের বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মাহাবুবুল আলম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।