সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় দূতাবাসকর্মী গ্রেপ্তার

| প্রকাশিতঃ ৪ ফেব্রুয়ারী ২০২৪ | ৩:৩৮ অপরাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক যুবককে আটক করেছে ভারতের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)। অভিযুক্ত যুবক রাশিয়ার রাজধানী মস্কোতে ভারতীয় দূতাবাসে কাজ করত বলে জানা গেছে।

রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের মিরাট থেকে সত্যেন্দ্র সিওয়াল নামে ওই যুবককে গ্রেপ্তার করে এটিসি।

এটিএসের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ সাল থেকে মস্কোতে ভারতীয় দূতাবাসে কাজ করত সত্যেন্দ্র। দূতাবাসে কাজ করার আড়ালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-কে পাঠাত সত্যেন্দ্র।

এটিএসের কর্মকর্তারা আরও জানিয়েছেন, মস্কোতে ভারতীয় দূতাবাসে মাল্টি-টাস্কিং স্টাফ (এমটিএস) পদে নিযুক্ত ছিল সত্যেন্দ্র। আইএসআই-এর হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল তার। মোটা টাকার বিনিময়েই ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের কাছে ফাঁস করে দিত।

এনডিটিভি জানিয়েছে, উত্তর প্রদেশের ওয়াহাপুরের শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা সত্যেন্দ্র। গোপন সূত্রে এটিএসের কাছে খবর এসেছিল পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন তিনি। দীর্ঘদিন ধরে নজরদারি চালানোর পরই জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিরাট থেকে আটক করা হয়। প্রথমে যাবতীয় অভিযোগ অস্বীকার করলেও, পরে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করে সত্যেন্দ্র।

তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি আধার কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। মোবাইলের কললিস্ট বিশ্লেষণ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানকে দেওয়ার অভিযোগ লখনউয়ে মামলা দায়ের করা হয়েছে।