শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ

| প্রকাশিতঃ ২১ জুন ২০২৪ | ১০:৫৪ পূর্বাহ্ন


খেলাধুলা ডেস্ক : অ্যান্টিগায় বৃষ্টি থামার আর নাম নেই। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের আগে বৃষ্টি হয়েছে। এরপর প্রথম ইনিংসের পর আবারও নামে বৃষ্টি। এবার অস্ট্রেলিয়ার ইনিংসের সপ্তম ওভারে তৃতীয় দফায় আবারও বৃষ্টির হানা। তৃতীয় দফা বৃষ্টি শেষে আবারও খেলা শুরু হলে চতুর্থবারের মতো হানা দিয়েছে বৃষ্টি। যার ফলে বন্ধ থাকে খেলা। বৃষ্টি না কমায় ম্যাচটি আর পরিচালনা করা সম্ভব নয়। আর তার ফলে বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১১ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর তার ফলে বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

অজিদের হয়ে অপরাজিত ৫৩ রান করেছেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের হয়ে ২৩ রানে ২ উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার হয়ে আজ ওপেনিংয়ে নামেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন এই দুই অজি ব্যাটার। এই দুই ওপেনারের সাবলীল ব্যাটিংয়ে শুরুর পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে অস্ট্রেলিয়া।

পাওয়ার প্লে শেষে পরের ওভারে আবারও হানা দেয় বৃষ্টি। অবশ্য সেটার স্থায়িত্ব ছিল দুই-তিন মিনিট। এরপর মাঠ প্রস্তুতের কাজও চলছিল। তবে মিনেট দশেক পরই আরেক দফা বৃষ্টি নামে। সবমিলিয়ে ২০ মিনিটের মত খেলা বন্ধ ছিল।

বৃষ্টি শেষে খেলা পুনরায় আবারও মাঠে গড়ায়। বৃষ্টির পর খেলা শুরু হলে উইকেটের দেখা পায় বাংলাদেশ। সপ্তম ওভারের পঞ্চম বলে রিশাদ হোসেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ২১ বলে ৩১ রান করা ট্রাভিস হেড। তার বিদায়ে ৬৫ রানে প্রথম উইকেট হারায় অজিরা।

প্রথম উইকেট নেওয়ার পর নিজের পরের ওভারে আবারও অজি শিবিরে আঘাত হানেন রিশাদ হোসেন। রিশাদের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মিচেল মার্শ।

মিচেল মার্শের বিদায়ের পর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। এই জুটিতে ভর করে ১১ ওভার ২ বলে দলীয় শতক পূর্ণ করে অস্ট্রেলিয়া। এর পরেই আবারও আঘাত হানে বৃষ্টি। যার ফলে বন্ধ থাকে খেলা। বৃষ্টি না কমায় ম্যাচটি আর পরিচালনা করা সম্ভব নয়। আর তার ফলে বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। তাছাড়া ৪০ রান এসেছে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রানে ৩ উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স। তাছাড়া ২ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা।