
চট্টগ্রাম : কারাবন্দী বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর মুক্তি দাবি করেছেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার (২ আগস্ট) এক বিবৃতিতে তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সরকার গুলি চালিয়ে গণহত্যা চালাচ্ছে। চট্টগ্রামে গত ১৮ দিনে বিএনপিসহ বিরোধী দলের দেড় হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, সরকার মিথ্যাচার করে আন্দোলন দমনের চেষ্টা করছে। তারা অবৈধ ক্ষমতা ধরে রাখতে বর্বর শাসন কায়েম করেছে। আন্দোলনকারীদের ওপর পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী দিয়ে হামলা চালানো হচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপরও হামলা করা হয়েছে।
সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ সকলকে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি কারফিউ প্রত্যাহার, গণগ্রেপ্তার বন্ধ এবং আমীর খসরুসহ সকল গ্রেপ্তারকৃত নেতাকর্মী ও শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।