সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জামায়াত নেতার

| প্রকাশিতঃ ৮ অগাস্ট ২০২৪ | ১২:৩৯ পূর্বাহ্ন


চট্টগ্রাম : মহানগর জামায়াতে ইসলামীর আমির, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি সাম্প্রতিক আন্দোলনের বিজয়কে স্বাগত জানান এবং এটিকে বিতর্কিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেন।

বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শাহজাহান চৌধুরী সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাজ করার আহ্বান জানান। তিনি সকল ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন।

তিনি আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবকদের আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার প্রশংসা করেন এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির উপর হামলাকারীদের নিন্দা করেন।

শাহজাহান চৌধুরী সকল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও জনগণের প্রতি আহ্বান জানান। তিনি দেশের সকল নাগরিক ও রাজনৈতিক দলকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মো: মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর অফিস সেক্রেটারি এ এইচ এম কামাল, নগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, নগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।