সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রাম মহানগর যুবদলের দুই সহ-সভাপতি বহিষ্কৃত

| প্রকাশিতঃ ৯ অগাস্ট ২০২৪ | ১০:০৮ পূর্বাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর যুবদলের দুই সহ-সভাপতি, নাসিম চৌধুরী এবং জাহিদ হোসেন বাবুকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

বৃহস্পতিবার (৮ আগস্ট), কেন্দ্রীয় যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এই সিদ্ধান্ত ইতোমধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্তৃক কার্যকর করা হয়েছে।