
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কচুয়া উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার একটি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির মূল দাবি ছিল ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার।
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে কচুয়া জিরো পয়েন্ট ও তার আশেপাশের এলাকা নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।