
হাটহাজারী প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরী আজ হাটহাজারী মাদ্রাসায় হেফাজত ইসলামের প্রয়াত আমীর আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেছেন।
দীর্ঘ আট বছর কারাভোগের পর সদ্য মুক্তি পাওয়া এই বিএনপি নেতা মাদ্রাসা পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেন, “বিগত সরকারের আমলে সারা দেশটাই ছিল আসলে একটা কারাগার। ৫ই আগস্টের পর বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এখন আমাদের বুক থেকে একটা পাথর সরে গেছে। সামনের দিনগুলোতে আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।”
আসলাম চৌধুরী আরও বলেন, শাপলা চত্তরসহ বিভিন্ন জায়গায় হেফাজতের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং মাদ্রাসা প্রধানের দোয়া নিতে তিনি এখানে এসেছেন।
মাদ্রাসায় তিনি মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইশীর সাথে সাক্ষাৎ করেন। এসময় হেফাজত ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর আসলাম চৌধুরী সদ্য জামিনে মুক্তি পেয়েছেন।