সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সীতাকুণ্ডকে সম্প্রীতির অনন্য নজিরে পরিণত করার অঙ্গীকার আসলাম চৌধুরীর

| প্রকাশিতঃ ২৯ অগাস্ট ২০২৪ | ৭:১২ অপরাহ্ন


চট্টগ্রাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী বৃহস্পতিবার সীতাকুণ্ডের শঙ্করমঠ ও মিশন পরিদর্শনকালে জানিয়েছেন, তিনি সীতাকুণ্ডকে সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য নজিরে পরিণত করতে চান। তিনি বিশ্বাস করেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সীতাকুণ্ডকে আরও উন্নত করা সম্ভব।

সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের আমন্ত্রণে সীতাকুণ্ডে আসা আসলাম চৌধুরী চন্দ্রনাথ পাহাড়কে দেশের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিবছর লাখ লাখ সনাতন ধর্মাবলম্বী এখানে দর্শন করেন। তিনি এই তীর্থস্থানকে আরও উন্নত করে কোটি মানুষের মিলনস্থল হিসেবে গড়ে তুলতে চান।

শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন আসলাম চৌধুরী। এছাড়াও, পাহাড় ধসে ভবন ক্ষতিগ্রস্ত হওয়া এলাকা পরিদর্শন করে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আসলাম চৌধুরীর সীতাকুণ্ড সফরকে স্বাগত জানিয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আসলাম চৌধুরী সর্বস্তরের মানুষের প্রিয় নেতা। তিনি একটি শান্তিপূর্ণ সীতাকুণ্ড গড়তে আসলাম চৌধুরীর নেতৃত্বে সকলে একসাথে কাজ করবেন।

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর এই সফরকে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা বিশ্বাস করেন, আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ড আরও উন্নত ও সমৃদ্ধ হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন উত্তর জেলা বিএনপির সদস্য ইউছুফ নিজামী, শামসুল আলম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মেদ ছলু, বিএনপি নেতা আবুল মনসুর, পৌর যুবদলের আহ্বায়ক অমলেন্দু কনক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন চৌধুরী ও সাবেক ছাত্রদল নেতা মহিন উদ্দিন মহিন প্রমুখ।