সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মানিকছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৪ | ৭:৩২ অপরাহ্ন


খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর বারবার হামলা ও নির্যাতন চালিয়েছে। তিনি বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, সহ-সভাপতি মো. আরব আলী, আবুল কাশেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, দপ্তর সম্পাদক ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।