মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শাহ আমানতে সাড়ে ৩ কেজি সোনাসহ আটক ১

| প্রকাশিতঃ ২২ নভেম্বর ২০১৭ | ৬:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমসের কর্মকর্তারা। বুধবার সকাল ১০টা ১০ মিনিটে দুবাই থেকে আসার পর তাকে আটক করা হয়।

আটক আব্দুল মালেক (৫০) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে দুবাই থেকে চট্টগ্রাম এসেছিলেন মালেক। স্ক্যানিং করার সময় তার লাগেজে তার আকৃতির ছবি দেখা গেলে সেটি খুলে তল্লাশি করা হয়। পরে লাগেজ থেকে তারের মতো করে পেঁচানো স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।