মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে নারী মাদক বিক্রেতা গ্রেফতার

| প্রকাশিতঃ ২৩ নভেম্বর ২০১৭ | ৪:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকা থেকে ৩৫২টি ইয়াবাসহ বিউটি আকতার নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে মাস্টারপোলের খেজুরতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিউটি আকতার (৪৫) কুমিল্লার মুরাদনগর থানার কাজিয়াতুল এলাকার আমির হোসেনের স্ত্রী।

বাকলিয়া থানার এএসআই মাধব মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খেজুরতলীর মিন্টু মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা বিউটি আকতারকে ৩৫২টি ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।