বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বেনাপোলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ২৪ নভেম্বর ২০১৭ | ৬:৫৩ অপরাহ্ন

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলের ভবেরবেড় গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ে (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকালের স্থানীয় লোকজন লাশটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন মর্গে প্রেরণ করে। লাশের পরনে জ্যাকেট ও পায়ে কেডস ছিল। মুখমণ্ডল ফুলে গেছে।

বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান জানান, ভবেরবেড় গ্রাম থেকে পুলিশ বিকালে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

লাশটির পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।