বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

‘‌শেখ হাসিনা পাহাড়ে শান্তি স্থাপন করেছে’‌

| প্রকাশিতঃ ২৬ নভেম্বর ২০১৭ | ৯:৪০ অপরাহ্ন

শংকর চৌধুরী, খাগড়াছড়ি : ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশক পূর্তি উদযাপন উপলক্ষে রোববার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হল রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এসময় সদর জোন অধিনায়ক লে. কর্নেল জিএম সোহাগ, জেলা রিজিয়নের স্টাফ অফিসার মেজর নাজমুস সালেহীন সৌরভ, পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান ও অতিরিক্ত পুরিশ সুপার এমএম সালাহউদ্দিনসহ জেলা পরিষদে ন্যস্ত বিভিন্ন বিভাগের প্রধানগণ, উন্নয়নকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

২ ডিসেম্বর ঈদে মিলাদুন্নবীর কারণে ঐতিহাসিক দিনটি উদযাপনে ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী নানান কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে ২৯ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রামাণ্য চিত্রপ্রদর্শনী, ৩০ নভেম্বর চুক্তির পরবর্তী সময়ে চাওয়া-পাওয়া, সফলতা ও অর্জন নিয়ে সেমিনার এবং ১ ডিসেম্বর সকালে জেলা পরিষদ চত্বরে কেক কেটে বর্ণাঢ্য র‌্যালি, বিকেল ৩টায় ঐতিহাসিক স্টেডিয়ামে সন্ধায় প্রদীপ প্রজ্জ্বলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে বাংলাদেশের অন্যতম জীবনমুখী শিল্পী হায়দার হোসেন ও দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলস দর্শক মাতাবেন।