চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় আগুনে ৪৫টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। সোমবার সকাল ৮টার দিকে মোহরা দক্ষিণ কামাল বাজার ফরিদ কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে
ফায়ার সার্ভিসের কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে রেলওয়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি কলোনিতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহরা ও বায়েজিদ স্টেশনের পাঁচটি গাড়ি নিয়ে বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪৫টি কাঁচা ঘর পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।