বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

কর্ণফুলীতে পাঁচ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

| প্রকাশিতঃ ২৭ নভেম্বর ২০১৭ | ১১:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম: পাঁচ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশ।

সোমবার রাতে আবদুল হামিদ (২৩) নামের ওই যুবককে মইজ্জারটেক থেকে গ্রেফতার করা হয় বলে জানান কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হোসাইন।

গ্রেফতার আবদুল হামিদের বাবার নাম মৃত ছৈয়দ হাছিম। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলায় লেদা স্বর্ণতরী রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিয়ে বসবাস করছিলেন।

এসআই মোহাম্মদ হোসাইন একুশে পত্রিকাকে বলেন, মইজ্জারটেক চেকপোস্টে পুলিশ একটি বাসকে সংকেত দিয়ে থামায়। এরপর ওই বাসের এক যাত্রী নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করে দেহ তল্লাশি করে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ইয়াবা উদ্ধারের ঘটনায় আবদুল হামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হোসাইন।