বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আজ থেকে তিনদিন ব্যাপী যশোর জেলা ইজতেমা শুরু

| প্রকাশিতঃ ২৮ নভেম্বর ২০১৭ | ১:০৪ পূর্বাহ্ন

বেনাপোল প্রতিনিধি : আজ মঙ্গলবার থেকে তিনদিনব্যাপী যশোর জেলা ইজতেমা শুরু হচ্ছে । যশোর উপশহর কলেজ মাঠের সামনে এই ইজতেমার আয়োজন করা হয়েছে।

যশোরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসলমানরা এতে অংশ নিবেন। ইতিমধ্যে ইজতেমা ময়দানের সমস্ত প্রস্তুতির কাজ শেষ হয়েছে। ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগের মুরব্বী উলামারা অনুষ্ঠিত জেলা ইজতেমায় বয়ান করবেন বলে জানা গেছে।
৩০ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা কার্যক্রম।

যশোর মারকাজ মসজিদের শুরা সদস্য মশিয়ার রহমান সাংবাদিকদের জানান, ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর যশোর উপশহর ডিগ্রী কলেজের সামনে মাঠে জেলা ইজতেমা চলবে। ইজতেমায় দেশ বিদেশের ধর্মপ্রাণ মসুলমানরা অংশ নিবেন।