চট্টগ্রাম: চট্টগ্রামের তরুণ আইনজীবি ওমর ফারুক বাপ্পী খুনের ঘটনায় গ্রেফতার স্ত্রী রাশেদা বেগমসহ ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান এই আদেশ দিয়েছেন।
বাকি তিনজন হলেন- হুমায়ূন রশীদ (২৮), মো.পারভেজ প্রকাশ আলী এবং জাকির হোসেন প্রকাশ মোল্লা জাকির (৩৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, আল-আমিন (২৮) এবং আকবর হোসেন প্রকাশ রুবেল (২৩) ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি। বাকি চারজনকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে বিচারক চারদিন মঞ্জুর করেছেন।
এর আগে গত শনিবার চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় এই আইনজীবীর মরদেহের উদ্ধার করা হয়। নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আলী আহমদ বাদী হয়ে ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গত সোমবার সকালে বাপ্পী খুনের ঘটনার সন্দেহভাজন আসামি ও তার কথিত স্ত্রী রাশেদা বেগমসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।