চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেনকে (৩৫) এক হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা।
তিনি বলেন, এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই মোমিনুল হাসান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটির ডিবি তদন্ত করবে। আনোয়ার হোসেনকে বিকেলে আদালতে হাজিরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।