বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

পুলিশ দেখে দৌড়, পরে ইয়াবা উদ্ধার

| প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০১৭ | ৩:১৭ অপরাহ্ন

চট্টগ্রাম: পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে এক যুবককে ধাওয়া দিয়ে ধরার পর ১ হাজার ২০০ ইয়াবা পেয়েছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ আইয়ুব (২৪) চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা।

কর্ণফুলী থানার এসআই আবদুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজা এলাকায় অভিযানে যায় পুৃিলশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে আইয়ুব। পরে তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে ১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।