আরিফুজ্জামান আরিফ, বেনাপোল : বেনাপোল চেকপোস্ট থেকে ৩২ হাজার ৪শ’ ইউএস ডলারসহ আওলাদ হোসেন (৩৮) নামে ভারত ফেরত এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকাল ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক আওলাদ হোসেন কেরানীগঞ্জের আব্দুল করিমের ছেলে। তার পাসপোর্ট নম্বর BK 0922199।
বিজিবি সূত্রে জানা যায়, ওই যাত্রী ভারত থেকে ফেরার পথে বেনাপোল চেকপোস্টে তার গতিবিধি বিজিবি সদস্যদের সন্দেহ হলে ওই যুবকের ব্যাগ তল্লাশি করে। এ সময় তার ব্যাগ থেকে ৩২ হাজার ৪শ’ ইউএস ডলার পাওয়া যায়।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প নায়েক সুবেদার হারাধন এ খবর নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।