চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার সকালে দুবাই থেকে আসা মো. মাসুদের (২৭) লাগেজে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণগুলো জব্দ করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুল কবির বলেন, ফটিকছড়ির বাসিন্দা মাসুদ শারজায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে বিমানবন্দরে আসেন তিনি। তার লাগেজের মাঝখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।