চট্টগ্রাম : চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মহিম ওরফে মহিন র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন রাজগঞ্জ এলাকায় এই অভিযান চলে।
শীর্ষ সন্ত্রাসী মহিম ওরফে মহিন নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন হাজীপাড়া মোহাম্মদ মিয়া সওদাগর বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে। বৃহস্পতিবার র্যাবের ওই অভিযানে একটি একে-২২ এসএমজি, একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার এবং বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে পাঁচলাইশ থানাধীন রাজগঞ্জ এলাকায় অভিযানে যায় র্যাব সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ করে এলোপাথারি গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষা ও সরকারী জানমাল রক্ষার্থে র্যাবও পাল্টা গুলি বর্ষণ করে। প্রায় ১০ মিনিট গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে একটি একে-২২ এসএমজি, একটি ৭ দশমিক ৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, একটি দশমিক ৩৮ মিঃমিঃ বিদেশী রিভলবার, দুটি ম্যাগাজিন, ২৭ রাউন্ড গুলি এবং ২৬ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। এ সময় স্থানীয়দের মাধ্যমে র্যাব জানতে পারে, নিহত ব্যক্তি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বায়েজিদ এলাকার ত্রাস দুর্ধর্ষ মহিম ওরফে মহিন।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকায় ত্রাস শীর্ষ সন্ত্রাসী দুর্ধর্ষ মহিম ওরফে মহিন এক আতঙ্কের নাম। খুন, হানাহানি, আধিপত্য বিস্তার, অপহরনসহ এমন কোন অপরাধ নেই সে করেনি। চাঁদাবাজির টাকা দিয়ে গত কয়েক বছরে সে নগরীর বায়েজিদ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এ ঘটনায় তিন র্যাব সদস্য আহত হয়েছে।