বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বাসের লাইট প্যানেলের ভেতর ইয়াবা পাচার, গ্রেফতার ২

| প্রকাশিতঃ ৩০ নভেম্বর ২০১৭ | ৭:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকায় গ্রীন লাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাস তল্লাশী করে ৬৮ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগ রাত আড়াইটার দিকে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাসটির ড্রাইভার মো. আলমগীর হোসেন (৪৫) ও মোঃ আমির হোসেন (৩৩)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাসের থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দুই আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য এবং দেখানো মতে বাসটির লাইট প্যানেলের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৬৮ হাজার ইয়াবা উদ্ধারসহ উক্ত বাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি ৪০ লক্ষ টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য এক কোটি টাকা।