বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

শান্তিরক্ষায় লেবাননের পথে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ

| প্রকাশিতঃ ১ ডিসেম্বর ২০১৭ | ৪:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বানৌজা বিজয়’ চট্টগ্রাম ছেড়ে গেছে। লেবাননের উদ্দেশে জাহাজটি শুক্রবার সকালে চট্টগ্রামের নৌ জেটি থেকে ছেড়ে যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানিয়েছে, ইউনাইটেড নেশনস ইনটেরিম ফোর্স ইন লেবানন (ইউএনআইএফআইএল) মিশনের আওতায় মাল্টিন্যাশনাল টাস্কফোর্সে দায়িত্ব পালন করবে বানৌজা বিজয়। এদিকে বানৌজা যাওয়ার পর তিন বছর সাত মাস ধরে দায়িত্বরত বানৌজা আলী হায়দার ও নির্মূল আগামী ২০ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবে।

বিজয়ের অধিনায়ক কমান্ডার মো. ফজলার রহমানের নেতৃত্বে ১৫ জন কর্মকর্তা ও ৯৫ জন নাবিক এ মিশনে অংশ নিচ্ছেন। সকালে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান বাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন।

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ২০১০ সালের মে মাসে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে দুইটি যুদ্ধ জাহাজ পাঠানো হয়। এ মিশনে বাংলাদেশ ছাড়াও জার্মানি, তুরস্ক, গ্রিস, ব্রাজিল ও ইন্দোনেশিয়া নৌবাহিনীর যুদ্ধ জাহাজ কাজ করছে।