বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

হাটহাজারীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

| প্রকাশিতঃ ১ ডিসেম্বর ২০১৭ | ৫:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সন্দ্বীপ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে ওই এলাকার পাহাড়ের চূড়া থেকে গাছের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

হাটহাজারী থানার এসআই মো. মাজেদুল ইসলাম বলেন, সন্দ্বীপ এলাকার একটি পাহাড়ের চূড়া থেকে ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রায় ৫০ বছর বয়সী ওই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।