চট্টগ্রাম: বাঁশখালীতে তুচ্ছ ঘটনায় দিদারুল আলম (৩০) নামে এক বন্ধুকে আরেক বন্ধু খুন করেছে। ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। দিদারুল আলম একই এলাকার নজির আহমদের ছেলে।
শনিবার দিনগত রাত ২ টার দিকে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী মানিকপাড়ায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, কিছুদিন আগে আব্দুল মালেক ইজু নামে এক বন্ধুর সাথে দিদারুল আলমের কথা কাটাকাটি হয়। পরে তা মীমাংসা করলেও প্রতিহিংসার বশীভূত হয়ে ওই বন্ধু দিদারুল আলমকে রাতে বাড়ির রাস্তায় ছুরিকাঘাত করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। প্রতিহিংসার জেরে আব্দুল মালেক মোবাইল ফোনে ঘর থেকে ডেকে এনে দিদারুল আলমকে ছুরিকাঘাত করেছে। অভিযুক্ত আব্দুল মালেককে গ্রেফতারে অভিযান চলছে জানিয়েছেন ওসি।’