বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

| প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০১৭ | ১০:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে র‌্যাব এবং ওষুধ প্রশাসনের হয়রানির অভিযোগ এনে ধর্মঘট পালন করেছে ওষুধ ব্যবসায়ীরা। সোমবার দিনভর চট্টগ্রাম নগরীর প্রায় আড়াই হাজার পাইকারি ও খুচরা ওষুধের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকার প্রায় ৮০০ দোকানকে ধর্মঘটের আওতামুক্ত ছিল।

এর আগে রোববার নগরীর বহদ্দারহাটে হক মার্কেটের ওষুধের দোকানগুলোতে র‌্যাব এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর রাতেই জরুরি বৈঠকে বসেন সমিতির নেতারা। সেখান থেকে ধর্মঘটের সিদ্ধান্ত আসে। আকস্মিকভাবে নগরীতে ওষুধের দোকান বন্ধ ঘোষণা করায় সাধারণ মানুষকে বিপাকে পড়তে হয়েছে।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আশীষ আচার্য বলেন, হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম নগরীর পাইকারি ও খুচরা ওষুধের দোকানগুলো আমরা ২৪ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে রোগিদের কথা বিবেচনার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার দোকানগুলো খোলা রাখা হয়।