বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

পটিয়ার ওসিকে অপসারণের দাবি, চট্টগ্রামে ডিআইজি কার্যালয়ের সামনে সড়ক অবরোধ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২ জুলাই ২০২৫ | ৬:৩২ অপরাহ্ন


পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে এবার চট্টগ্রাম নগরীতে সড়ক অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের দুটি সংগঠনের কর্মীরা।

আজ বুধবার বিকেল চারটার দিকে নগরের জাকির হোসেন সড়কে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাঁরা সড়ক অবরোধ করেন। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগের সৃষ্টি হয়।

এর ঘণ্টাখানেক আগে, বেলা তিনটা থেকে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ডিআইজি কার্যালয়ের সামনে জড়ো হয়ে পটিয়া থানার ওসির অপসারণ চেয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা ডিআইজিকে তাঁর কার্যালয় থেকে নেমে এসে তাঁদের দাবি শোনার জন্য আহ্বান জানান।

এক পর্যায়ে তাঁরা জাকির হোসেন সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। নিজেকে এনসিপির মহানগর সংগঠক দাবি করে এরফানুল হক নামের এক যুবক সাংবাদিকদের বলেন, “আমরা কথা বলতে এসেছি। আমাদের সঙ্গে ডিআইজি কথা বলেননি।”

এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা তাদের ডিআইজি স্যারের কার্যালয়ে প্রবেশ করতে বলেছি। কিন্তু কার্যালয়ে প্রবেশ না করে স্যারকে নিচে আসতে বলেন তারা। একপর্যায়ে সড়কে গিয়ে অবস্থান নেন।”

এর আগে আজ সকালেই আন্দোলনকারীরা পটিয়া থানা ঘেরাও করেন এবং পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছিলেন।

স্থানীয় সাংবাদিক সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় গতকাল মঙ্গলবার রাতে। রাত সাড়ে নয়টার দিকে পটিয়া শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা থানায় নিয়ে যান এবং তাঁকে গ্রেপ্তার দেখানোর দাবি জানান। থানা চত্বরে ওই নেতাকে আন্দোলনকারীরা ‘মারধরের চেষ্টা করলে’ পুলিশ বাধা দেয়। এ সময় ‘উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে’ এবং বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদেই আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিলেন।