বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

হাটহাজারীতে পুকুরে ভাসছিল নারীর লাশ, পরিচয় মেলেনি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ জুলাই ২০২৫ | ২:৪৬ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে একটি পুকুর থেকে আনুমানিক পঞ্চাশ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে হাটহাজারী কৃষি ফার্ম রোডের দক্ষিণ পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ওই পুকুরটিতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

পরে পুলিশ সদস্যরা পুকুর থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশটি থানায় নিয়ে যান।

হাটহাজারী মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “উদ্ধার করা লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।”