শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

খাগড়াছড়িতে যানজট নিরসনে সড়কে বিএনপির নেতাকর্মীরা

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ জুলাই ২০২৫ | ৭:১০ অপরাহ্ন


খাগড়াছড়ি জেলা শহরে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন সরেজমিনে শহরের শাপলা চত্বর মোড়ে গিয়ে দেখা যায়, মুষলধারে বৃষ্টির মধ্যেও সংগঠনগুলোর নেতাকর্মীরা সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

তারা জানান, শহরের কেন্দ্রস্থলের সরু রাস্তায় যানবাহনের বাড়তি চাপ এবং বিশেষ করে সাপ্তাহিক হাটবারে সড়কের ওপর কাঁচাবাজার বসার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সমস্যা নিরসনেই তারা কাজ করছেন।

জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ বলেন, “এ শহর আমাদের সকলের। যানজটের কারণে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চলাচলে ভোগান্তি হয়। এ সমস্যা নিরসনে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের রূপকার ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে নেতাকর্মীরা এক মাস ধরে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পরিশ্রম করে যাচ্ছেন।”

সকাল থেকে শাপলা চত্বরের আশপাশে গণপরিবহনগুলোকে সারিবদ্ধভাবে চলতে সহায়তা করছিলেন তারা। পাশাপাশি সড়কের ওপর সবজি বিক্রেতারা যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন, সেদিকেও নজর রাখছিলেন।

পৌর যুবদলের নেতা আব্দুল মান্নান বলেন, “ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে আমরা শহরের যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছি। কিন্তু দুঃখের বিষয়, কিছু ব্যবসায়ী সড়কের ওপর কাঁচামালের পসরা বসিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এ ব্যাপারে জেলা প্রশাসনের পদক্ষেপ নেওয়া জরুরি।”