বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুকে আ.লীগ থেকে অব্যাহতি

| প্রকাশিতঃ ৭ ডিসেম্বর ২০১৭ | ১১:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফটিকছড়ি উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান তৌহিদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে; তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে এতদিন দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় বাবুকে অব্যাহতি দেয়ার পাশাপাশি দল থেকে বহিস্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে আরো যারা এই ধরনের কাজ করছেন তাদেরও সতর্ক করা হয়েছে।

এর আগে গত বছরের ১ অক্টোবর সম্মেলনে মুজিবুল হককে সভাপতি এবং নাজিম উদ্দিন মুহুরীকে সাধারণ সম্পাদক করে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এই কমিটির বিরোধিতা করে আসছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু।