বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বাঁশখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি আজিজ, সম্পাদক নবাব

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ জুলাই ২০২৫ | ১২:২৫ পূর্বাহ্ন


চট্টগ্রামের বাঁশখালী উপজেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, এতে আজিজুর রহমানকে সভাপতি ও নবাব আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

৯০ সদস্যের এই কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন পেয়েছে। মঙ্গলবার দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আনসার উদ্দিন। সহ-সভাপতি পদে রাখা হয়েছে মাওলানা রিদোয়ান, মাওলানা এহসান ও ডা. নাজুকে।

আলহাজ্ব নুরুল কাদেরকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আরিফুল ইসলাম ও জিল্লুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম।

গণঅধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ডা. এমদাদুল হাসান ও সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ এই কমিটি অনুমোদন করেন।