
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের প্রবাসীদের সংগঠন ‘খাগরিয়া প্রবাসী ঐক্য পরিষদ’ এর উপদেষ্টা পরিষদের সঙ্গে আহ্বায়ক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর বালি আর্কেড বিপণিবিতানের কপার চিমনি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন এবং দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিষদের আহ্বায়ক মুহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব শায়েখ সোহাইল উল্লাহর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পরিষদের গঠন, লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা তুলে ধরেন আহ্বায়ক।
উপদেষ্টারা তাদের বক্তব্যে সমৃদ্ধ খাগরিয়া গড়তে দলমত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা সুবিধাবঞ্চিত মানুষের সেবা, শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এবং দুর্যোগে সহযোগিতার হাত বাড়ানোর ওপর জোর দেন। প্রবাসীদের উদ্যোগ এবং প্রাজ্ঞদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা পরিষদের কাজগুলো সুপরিকল্পিতভাবে পরিচালনা এবং একটি যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়নেরও পরামর্শ দেন।
সভায় উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা শামছুল ইসলাম হাকেমী, সুলতান আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, জেবর মুল্লুক, মাওলানা নূর মোহাম্মদ, আব্দুল খালেক মেম্বার, চৌধুরী মো. এরফানুল হক, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুল খালেক।
এ সময় খাগরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবুল খায়ের, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মাসুম এবং দোহাজারী শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আজম খান এলাকার চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য খাইরুল বাশার, হাসান হায়দারী, আহমেদ নবীসহ অন্যান্য প্রবাসী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।