বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

স্বাস্থ্যসেবার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ জুলাই ২০২৫ | ৬:২০ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে স্বাস্থ্যসেবার নামে দরিদ্র মানুষদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারী ইউপি সদস্যসহ একটি চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‘কমিউনিটি অ্যাকটিভিটিস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (কারা)’ নামে একটি কথিত বেসরকারি সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে ভুক্তভোগীরা বিক্ষোভ করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং বুধবার আদালতে পাঠায়।

ভুক্তভোগীদের অভিযোগ, সংস্থাটি স্বাস্থ্যসেবা কার্ড ও স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে ২৪০টি হতদরিদ্র পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা করে প্রায় পাঁচ লাখ টাকা সংগ্রহ করে। কিন্তু পরে তাদের ১১০০ টাকা মূল্যের নিম্নমানের পণ্যের একটি করে প্যাকেট ধরিয়ে দেওয়া হয়।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীরা মঙ্গলবার বিকালে ভূজপুর বাজারে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ করেন। এ সময় চক্রের মূল হোতা আবু বক্কর ওরফে খোরশেদ পালিয়ে গেলেও জনতা ইউপি সদস্য বেবী আক্তারসহ পাঁচজনকে আটক করে পুলিশে দেয়। গ্রেপ্তার অন্যরা হলেন—বিজয় কুমার ত্রিপুরা, সাহেলা আক্তার, বিবি ফাতেমা ও পারভীন বেগম।

তবে ‘কারা’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী তাইজুল ইসলাম ফোনে বলেন, “ফটিকছড়ি-ভূজপুর এলাকায় গত ছয় মাস ধরে আমাদের কার্যক্রম বন্ধ। যদি কেউ আমাদের নাম ব্যবহার করে থাকে, আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

ভূজপুর থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম জানান, এ ঘটনায় ভুক্তভোগী রুমা আক্তার নামে এক নারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেছেন। পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং মূল হোতা খোরশেদকে ধরতে অভিযান চলছে।

ভূজপুর ইউপি চেয়ারম্যান এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন বলেন, গ্রেপ্তার নারী সদস্য বেবী আক্তারের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ ছিল।