বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

স্বামী ইয়াবা ডিলার, লাখো পিস ইয়াবাসহ স্ত্রী আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ জুলাই ২০২৫ | ১:৫৩ অপরাহ্ন


চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক নারীর নাম মনোয়ারা বেগম (৪৩)।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ইয়াবা কারবারি হিসেবে পরিচিত আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আনোয়ার মাঝির স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করা হয়।

পরে মনোয়ারার দেখানো মতে, ঘরের বারান্দায় একটি খাটের নিচ থেকে একটি ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ১০টি প্যাকেটে মোট এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এম আর এম মোজাফফর হোসেন বলেন, “আনোয়ার মাঝি ও তার পরিবারের সদস্যরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহর ও বিভিন্ন উপজেলায় বিক্রি করে আসছিল বলে আমরা তথ্য পেয়েছি।”

তিনি আরও জানান, আটক মনোয়ারা বেগম এবং উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।