বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

কাপ্তাই রাস্তার মাথায় সিএমপি’র বড় অভিযান

৭০ অবৈধ যান আটক, ফুটপাত দখলমুক্ত
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৯ জুলাই ২০২৫ | ৯:১৭ অপরাহ্ন


চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রধান প্রবেশদ্বার এবং যানজটপূর্ণ এলাকা কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ যানবাহন ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। অভিযানে বিভিন্ন প্রকারের ৭০টি অবৈধ যানবাহন আটক করে মামলা দেওয়া হয়েছে এবং ফুটপাত দখল করে থাকা ভ্রাম্যমাণ দোকান ও হকারদের উচ্ছেদ করা হয়েছে।

আজ শনিবার (১৯ জুলাই) চাঁন্দগাও থানাধীন কাপ্তাই রাস্তার মাথার রেলগেট (মোহরা) থেকে মেসকারঘাটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত নেছার উদ্দিন আহম্মেদ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মেট্রো এলাকায় চলাচল নিষিদ্ধ (রুট পারমিট বিহীন) সিএনজি অটোরিকশা কাপ্তাই রাস্তার মাথার উভয় পাশে বিশৃঙ্খলভাবে অবস্থান করে তীব্র যানজট সৃষ্টি করে আসছিল। এতে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। পাশাপাশি, যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহারের অভিযোগ প্রতিনিয়ত বিভিন্ন নাগরিক ফোরামে আলোচিত হচ্ছিল।

এরই প্রেক্ষিতে সিএমপি কমিশনারের বিশেষ নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭০টি অবৈধ যানবাহন আটকের পাশাপাশি কালুরঘাট রোডের দুই পাশের ফুটপাত দখল করে বসা হকার ও ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদ করা হয়, যাতে পথচারীদের চলাচল নির্বিঘ্ন হয়।

এই অভিযানে স্থানীয় এলাকাবাসী ও নিয়মিত যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, জনদুর্ভোগ কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।