বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ডোবায় মিলল তরুণীর খণ্ডিত মরদেহ, নেই মাথা-হাত-পা

এ কেমন বর্বরতা!
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ জুলাই ২০২৫ | ৮:১২ অপরাহ্ন


চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর খণ্ডিত ও গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২০ জুলাই) বিকেলে থানার ডেবারপাড় ঝর্ণাপাড়া এলাকার একটি ডোবা থেকে বিভৎস অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ডোবা থেকে উদ্ধার করা লাশটির মাথা, দুই হাতের কবজি এবং দুই পায়ের পাতা ছিল না। বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই তরুণীকে অন্তত ১৫ থেকে ২০ দিন আগে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি পচে গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

ওসি বাবুল আজাদ আরও বলেন, “যেহেতু লাশের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের কোনো সুযোগ নেই, তাই ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।” ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং তরুণীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার নগরের টাইগার পাস এলাকা থেকেও মো. মামুন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। স্বল্প সময়ের ব্যবধানে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।