
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা এলাকায় সরকারি খাস জায়গা দখল করে রাতারাতি আটটি দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই দখল কার্যক্রম চালিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মির্জাহাট বাজারে গত রোববার ও সোমবার (২০ ও ২১ জুলাই) রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে নারায়ণহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত ওসমান তিনটি, জহির উদ্দিন বাবর দুটি, ইয়াকুব একটি এবং আজম দুটি দোকান ঘর নির্মাণ করেন। এলাকাবাসীর অভিযোগ, রাত ১২টা থেকে ১টার মধ্যে শ্রমিক ও নির্মাণসামগ্রী নিয়ে এসে দ্রুতগতিতে কাজ শুরু করা হয় এবং ভোরের আগেই দোকানগুলোর কাঠামো দাঁড় করিয়ে ফেলা হয়।
এলাকাবাসী জানান, প্রশাসনের নজরদারির অভাবেই প্রভাবশালীরা সরকারি জায়গা দখলের সাহস পাচ্ছে। তারা দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাস জমি উদ্ধারের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য শওকত ওসমান বলেন, “এখানে পুরোনো দোকান ছিল, সেগুলোই নতুন করে মেরামত করেছি।” তবে জহির উদ্দিন বাবর, ইয়াকুব ও আজম সরকারি জায়গায় দোকান নির্মাণের কথা স্বীকার করেছেন। জহির উদ্দিন বাবর বলেন, “পাশের দোকানদাররা বলায় খালি জায়গায় দোকান নির্মাণ করেছি।”
মির্জাহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল করিম বলেন, “সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের বিষয়টি আমরা জেনেছি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দখল উচ্ছেদের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হবে।”
এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে তথ্য পেয়েছি। দখলদারদের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করে সরকারি জায়গা উদ্ধার করা হবে।”