বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ফুড ডেলিভারির পথে সড়ক দুর্ঘটনা, কাতারে রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৫ | ৭:৪৮ অপরাহ্ন


মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. রায়হান (২০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে কাতারের সাহানীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া এলাকার নুর মোহাম্মদ নুরুর ছেলে।

নিহতের প্রতিবেশী মাহমুদুল আলম জানান, রায়হান কাতারের হোমসালাল মোহাম্মদ এলাকায় বসবাস করতেন এবং একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কর্মরত ছিলেন। সোমবার রাতে মোটরসাইকেলে করে খাবার ডেলিভারি দেওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ কাতারের হামেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রায়হানের বড় ভাইও কাতারে প্রবাসী। প্রায় দুই বছর আগে বড় ভাইয়ের সূত্র ধরে রায়হানও ভাগ্য ফেরানোর আশায় কাতার পাড়ি জমান। সেখানে তিনি ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করে সম্প্রতি একটি গাড়িও কিনেছিলেন।

রায়হানের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছানোর পর থেকে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।