বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

মাইজভান্ডারে শৌচাগার থেকে পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৫ | ১১:৪৩ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরিফের একটি শৌচাগার থেকে মুহাম্মদ আরমান (২৭) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় দাগ থাকায় এটি একটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে দরবার শরিফের হক মঞ্জিলের একটি শৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরমান কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাসিন্দা এবং তিনি হক মঞ্জিলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আরমান বেশ কিছুদিন ধরে হক মঞ্জিলে কাজ করছিলেন। আজ সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেলে স্থানীয়রা টিনশেডের দরজা চাপা দেওয়া একটি শৌচাগারের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, “নিহতের গলায় দাগ পাওয়া গেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।”

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুহাম্মদ সুমন নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। নিহতের পরিবার আসার পর একটি হত্যা মামলা দায়ের করা হবে।