
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সৈকত থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার ফুলতলী সৈকত থেকে আনুমানিক ২৭ বছর বয়সী ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুরের দিকে তারা সৈকতে লাশটি ভাসতে দেখেন। পরে একজন বাসিন্দা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে আনোয়ারা বারআউলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
বারআউলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান জানান, উদ্ধার হওয়া যুবকের পরনে একটি ট্রাউজার ছিল। লাশের গায়ের চামড়া খসে পড়ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েকদিন ধরে পানিতে ছিল।
তিনি বলেন, এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।