বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় সাপের ছোবলে প্রাণ গেল কিশোরের

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ অগাস্ট ২০২৫ | ১:২৯ পূর্বাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় বিষধর সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মৃত মো. তাওসিফ (১৬) উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়ইয়া এলাকার পল্লী চিকিৎসক মো. ইব্রাহিমের ছেলে।

তাওসিফের চাচাতো ভাই আসিফুর রহমান চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাওসিফ তাদের বসতঘর থেকে সিঁড়ি আনতে উঠানে বের হয়েছিল। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দিলে সে চিৎকার করে ওঠে।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদ জানান, রাত ৮টার দিকে সাপে কামড়ানো অবস্থায় কিশোরটিকে হাসপাতালে আনা হয়।

“তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল। কিন্তু এর প্রায় আধা ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়,” বলেন এই চিকিৎসক।