বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় গৌচছড়ি খালে অবৈধ বালু উত্তোলন, ইউএনওর অভিযান

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ অগাস্ট ২০২৫ | ৫:৫৮ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় গৌচছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে শনিবার দুপুরে মাদার্শা-এওচিয়া মৌজায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে বালু উত্তোলনের কাজ বন্ধ করে দিয়ে উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন ও পাইপসহ বিভিন্ন যন্ত্রপাতি অকেজো করে দেওয়া হয়।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি চক্র দীর্ঘদিন ধরে খালটি থেকে গোপনে বালু উত্তোলন করে আসছিল, যা পরিবেশের জন্য হুমকি তৈরি করছিল। প্রশাসনের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

অভিযানে সাতকানিয়া আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।