
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার চর্চাকে আরও কার্যকর করার লক্ষ্যে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে ‘মোবাইল সাংবাদিকতা’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“জুলাই আন্দোলনে মোবাইল সাংবাদিকতা: অভিজ্ঞতা শেয়ারিং ও শিখন” শীর্ষক এই কর্মশালাটি আজ সোমবার (৪ আগস্ট) নগরের জামালখানস্থ প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মুস্তফা নঈমের সভাপতিত্বে এবং দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান জালাল রুমির সঞ্চালনায় এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. শহীদুল হক।
তিনি বলেন, “জুলাই আন্দোলনে যখন মূলধারার টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা নানা চাপের মুখে কাজ করতে হিমশিম খাচ্ছিলেন, তখন মোবাইল জার্নালিজম বা মোজো সাংবাদিকরা প্রযুক্তির সাহায্যে সত্য তুলে ধরতে সক্ষম হয়েছেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেস ক্লাব সদস্য ও সিনিয়র সাংবাদিক শাহনেওয়াজ রিটন এবং বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার মিয়া মোহাম্মদ আরিফ।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনে মোবাইল সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং এই সাংবাদিকতার দায়িত্বশীল চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ডেইলি স্টারের মাল্টিমিডিয়া সাংবাদিক নাঈমুর রহমান এবং এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ মোবাইল সাংবাদিকতার বিভিন্ন কৌশলগত দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের মধ্যে ছিলেন যমুনা টিভির শহীদুল সুমন, দৈনিক আজকের পত্রিকার আবদুল কাইয়ুম, দৈনিক পূর্বদেশের মনিরুল ইসলাম মুন্না, বার্তা২৪-এর সীরাত মনজুর, দৈনিক আমার দেশের এম কে মনির, দৈনিক কালের কণ্ঠের আরাফাত বিন হাসান এবং সিপ্লাস টিভির ইফতেখার নুর তিশন।
সভাপতির বক্তব্যে মুস্তফা নঈম প্রযুক্তির সঙ্গে পেশাদারিত্বের সমন্বয়ের ওপর জোর দেন এবং প্রেসক্লাব থেকে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।