
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে। একই সময়ে নতুন করে আরও ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া দুজন হলেন দুখি চাকমা (৪৯) এবং তাহসিন আজমি (২৮)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত দুখি চাকমা রাঙ্গামাটি জেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হলে গত ২৫ জুলাই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে, নগরীর সিরাজদ্দৌলা সড়কের বাসিন্দা তাহসিন আজমি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিবার চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ভর্তির দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ৯৪৫ জনে পৌঁছেছে।
এদিকে, চট্টগ্রামে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার প্রকোপও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ১ হাজার ২৪২ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হলেন।